
শারদীয় দুর্গো উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। তাই শহর, গ্রামের কুমোরটুলি এলাকা গুলোতে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমা সাজানো ও রঙ করার কাজ।
কেউ হাতে রং করছেন, কেউ আবার পায়ে; কেউ প্রতিমার মুখ রঙ করে চোখ আঁকছেন। রঙ করার কাজ শেষ হলেই শিল্পীরা ব্যস্ত হয়ে পড়ছেন প্রতিমার পরিধেয় কাপড় পরাতে। একেকটি প্রতিমা যেন শিল্পীদের হাতের স্পর্শে ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে।
কয়েকটি প্রতিমা তৈরির জায়গা ঘুরে দেখা গেছে, প্রতিমাশিল্পীরা নিরলস পরিশ্রম করে চলেছেন। দুর্গা, গণেশ, কার্তিক, সরস্বতী ও লক্ষ্মীর প্রতিমায় একের পর এক রঙের স্তর পড়ছে। ছোট বড় সব বয়সের শিল্পীরা একসঙ্গে কাজ করছেন। কেউ কাদা মাটিতে নতুন প্রতিমার গড়ন দিচ্ছেন, কেউ রঙের শেষ টান দিচ্ছেন।
প্রতিমাশিল্পীরা জানালেন, সময়মতো প্রতিমা ডেলিভারি দিতে প্রতিদিন প্রায় ১২-১৪ ঘণ্টা কাজ করতে হয়। শেষ মুহূর্তের এই ব্যস্ততায় আনন্দও আছে, ক্লান্তিও আছে। তবে দুর্গাপূজার আগের এই সময়টাই তাঁদের কাছে সবচেয়ে আনন্দের। কারণ, তাঁদের হাতের গড়া প্রতিমা ঘিরেই তো শুরু হবে সবার সবচেয়ে বড় উৎসব।