ছবিঃ বিপ্লবী বার্তা
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শিক্ষক পরিষদ নির্বাচন–২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে শিক্ষকরা নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৬ এ সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: শাহিনুর ইসলাম। তিনি ১০২ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন পেয়েছেন পেয়েছেন ৬০টি ভোট।
যুগ্ম-সম্পাদক পদে ১১০ টি ভোট পেয়ে নির্বাচিত(০১) হয়েছেন জনাব মোহাম্মদ শামসুর রহমান, যুগ্ম-সম্পাদক পদে ৯৪ টি ভোট পেয়ে নির্বাচিত(০২) হয়েছেন জনাব মোঃ আলমগীর হোসেন এবং কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন জনাব মোঃ সাখাওয়াত হুসাইন ৮৯টি ভোট পেয়ে।
প্রধান নির্বাচন কমিশনার ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ ফয়জুল হক বলেন,“মোট ভোটার ছিলেন ১৬৫ জন। এর মধ্যে ১৬৩ টি ভোট গণনা করা হয়েছে।সম্পাদক পদে ভোট পড়েছে ১৬২ টি। প্রাপ্ত মোট ভোট থেকে বাতিল হয়েছে ১টি ভোট। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত পরিষদ ২০২৬ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবে এবং বছরব্যাপী দায়িত্ব পালন করবে।”
বিজয়ী সম্পাদক মো: শাহিনুর ইসলাম বলেন,“সহকর্মীরা আমাকে আস্থা ও বিশ্বাসের যে বড় দায়িত্ব দিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। নির্বাচন ছিল সম্পূর্ণ উৎসবমুখর ও অংশগ্রহণমূলক। আগামী দিনে শিক্ষক সমাজের সকলকে সঙ্গে নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও একাডেমিক উন্নয়নমুখী পরিষদ গঠনই হবে আমার প্রথম কাজ। ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে রাজেন্দ্র কলেজকে আরও এগিয়ে নিতে আমরা সবাই মিলে কাজ করতে চাই।
সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বলেন,“ফলাফল নিয়ে আমার কোনো অভিযোগ নেই।পূর্বের ন্যায় শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই।"
যুগ্ম সম্পাদক পদে বিজয়ী প্রার্থী মোহাম্মদ শামসুর রহমান বলেন,“শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন একটি গৌরবের বিষয়। শিক্ষক সমাজের সম্মিলিত সমস্যা সমাধান ও একাডেমিক পরিবেশ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবো।”
যুগ্ম সম্পাদক পদে অন্য বিজয়ী প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আলমগীর হোসেন বলেন,“শিক্ষক পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করাই হবে আমাদের লক্ষ্য। সহকর্মীদের সহযোগিতায় একটি ঐক্যবদ্ধ পরিবেশ বজায় রাখতে কাজ করবো।”
নির্বাচিত কোষাধ্যক্ষ মো. সাখাওয়াত হুসাইন বলেন,“আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং পরিষদের সব কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালন করার পাশাপাশি সবার আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম বলেন,“সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ সকল শিক্ষককে ধন্যবাদ। নতুন কমিটি একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদী। কলেজের সামগ্রিক উন্নয়নে প্রশাসন সব সময় সহযোগিতা করবে।”

