ইবিতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন
ছবিঃ বিপ্লবী বার্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) সনাতন ধর্মাবলম্বীরা,তাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করেছে।

শনিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে পূজার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে।হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য  অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক চুয়াড়াঙ্গা নয়ন কুমার রাজবংশী,সুব্রত কুমার চক্রবর্তী আইন উপদেষ্টা ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রধান আলোচক অধ্যাপক পারশ চন্দ্র বর্মন, বিশেষ আলোচক অধ্যাপক ড. তপন কুমার রায়,  বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনটি উদযাপন করতে সকালে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপন, পূজা ও প্রার্থনা, র্ধমালোচনা শেষে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ করে।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "মদিনার সমাজে যারা অমুসলিম ছিলেন, রাসুল (সা.) তাদের ধর্মীয় স্বাধীনতা স্বীকার করেছিলেন এবং ধর্মচর্চার সুযোগ দিয়েছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয়েও সনাতন ধর্মাবলম্বীরা সমান মর্যাদায় তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন এই নিশ্চয়তা আমি দিচ্ছি। সব ধর্মের মূল মন্ত্র হলো মানবিকতা। সমাজকে সুন্দর করতে হলে দুষ্টের দমন ও শিষ্টের লালন প্রয়োজন। মানবতাকে প্রাধান্য দেওয়া, পশুত্বচর্চার বিরোধিতা করা এসব জায়গায় সব ধর্মের মিল আছে। মনুষ্য সমাজে ধর্মচর্চার গুরুত্ব অনেক।”


এস কে আর