
ছবিঃ বিপ্লবী বার্তা
ইসলাম ধর্মাবলম্বীদের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা.) এর আগমন ও প্রয়াণ দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা এতে অংশ নেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান। এতে কুরআন তিলাওয়াত, নাতে রাসূল (সা.) পরিবেশনসহ রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মো. খলিলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “পৃথিবীতে বহু নবী-রাসূল প্রেরিত হয়েছেন। তাদের অনুসারীরা অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে নবী বা রাসূলকে আল্লাহর সমকক্ষ বা সন্তান দাবি করেছে। এতে তারা ধ্বংস হয়েছে। বর্তমানে আমাদেরও সতর্ক থাকতে হবে, যাতে সূক্ষ্মভাবে শিরকের মধ্যে জড়িয়ে না পড়ি। কারণ আল্লাহ কখনো শিরক ক্ষমা করেন না।”
সভাপতির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “সকল নবী-রাসূলের শিক্ষা এক ও অভিন্ন—সেটা হলো একত্ববাদ। আল্লাহ তায়ালা আমাদের একমাত্র মালিক। এ বিশ্বাস অন্তরে ধারণ করতে পারলে আমরা মিথ্যা কথা বলা এবং অন্য সব খারাপ কাজ থেকে বিরত থাকতে সক্ষম হবো।”