
ছবিঃ বিপ্লবী বার্তা
বাংলাদেশের প্রখ্যাত তরুণ আলেমে দ্বীন, ইসলামী দাঈ, গবেষক ও বক্তা মাওলানা মোহাম্মদ ইনামুল হাসান ফারুকী দীর্ঘদিন ধরে কঠিন ও জটিল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দেশেই চিকিৎসা নিচ্ছিলেন। দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় হাসপাতালেও চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে চিকিৎসকরা তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।
তবে দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে তার পারিবারিক সহায়-সম্বল শেষ হয়ে যায়, ফলে বিদেশে চিকিৎসা গ্রহণ করা সম্ভব হচ্ছিল না। ডাক্তারদের ধারণা অনুযায়ী, তার চিকিৎসার জন্য আনুমানিক এক কোটি টাকার বেশি প্রয়োজন।
দেশের বরেণ্য আলেম-ওলামা, ইসলামী সংগঠন, দাতা সংস্থা এবং তৌহিদী জনতার সহযোগিতায় প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হয়। অবশেষে সকলের দোয়া ও সহযোগিতায় গত ১ অক্টোবর (বুধবার) তিনি চিকিৎসার জন্য চীনের গুয়াংজু মডার্ন হাসপাতালে পৌঁছান এবং সেখানে ইতোমধ্যে তার চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।
মাওলানা ইনামুল হাসান ফারুকী ছিলেন বাংলাদেশ হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফী (রহ.) ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর একান্ত সহকারী খাদেম। তিনি একজন ইসলামী দাঈ, মোটিভেশনাল স্পিকার, গবেষক ও যুব সমাজের আইডল হিসেবে সুপরিচিত।
তার ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, “আল্লাহ পাক যেন তাঁকে শেফায়ে কামেলা আজেলা দান করেন, রোগমুক্ত করে দাওয়াত ও দীন প্রচারের ময়দানে পুনরায় ফিরিয়ে আনেন।”
এছাড়া, যারা চিকিৎসার জন্য অর্থনৈতিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও তিনি ও তার পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সঙ্গে তাদের জন্য দোয়া করেছেন, “আল্লাহ পাক যেন দাতা ও সহযোগীদের উত্তম প্রতিদান প্রদান করেন। আমিন।”