ছবিঃ বিপ্লবী বার্তা
সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় দর্শনার্থীদের জন্য নতুন একটি সুবিধা চালু হয়েছে। এখন মাত্র ৩৫ রিয়াল খরচ করে গাড়িতে চড়ে সহজেই ঐতিহাসিক উহুদ পাহাড়ে পৌঁছানো যাবে।
আগে যেখানে, পাহাড়ের চূড়ায় পৌঁছাতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে হাঁটতে হতো। আর এখন, নতুন এই গাড়িচালিত সেবার মাধ্যমে তা এখন কয়েক মিনিটেই সম্ভব।
মদিনার উত্তর পাশে মসজিদে নববীর কাছে অবস্থিত উহুদ পাহাড় ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানেই সংঘটিত হয়েছিল ইসলামের প্রারম্ভিক যুগের বিখ্যাত উহুদের যুদ্ধ।
নতুন সেবা চালু হওয়ায় বয়স্ক ও চলাচলে অক্ষম মানুষদের জন্য উহুদ পাহাড়ে ওঠা সহজ হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্দিষ্ট স্থানে গাড়ি নিয়ে উঠার জন্য প্রতি গাড়িতে ৩৫ রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে।
তবে যারা পুরনো ঐতিহ্য ধরে রাখতে চান, তাদের জন্য আগের মতো হাঁটার পথও চালু থাকবে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই সেবা চালু করা হয়েছে উহুদ পাহাড়ের ধর্মীয় মর্যাদা ও পবিত্রতা বজায় রেখেই।
এতে করে ক্রমবর্ধমান হজ ও ওমরাহযাত্রীদের জন্য ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখা আরও সহজ ও সুবিধাজনক হবে।

