যে প্রতীকে লড়তে চান তাসনিম জারা
ছবিঃ বিপ্লবী বার্তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া শুনানিতে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।


তাসনিম জাদরা ফুটবল প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে আগ্রহ প্রকাশ করেছেন।


নির্বাচন কমিশনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হয়েছে। দেশে-বিদেশে সকলে দোয়া করেছেন। এজন্য সকলকে ধন্যবাদ। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ। আমরা এখন ফুটবল প্রতীক চেয়ে আবেদন করব।


গত ৩ জানুয়ারি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছিল। গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন।


তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। গত ২৭ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। 


আজ ১০ জানুয়ারি থেকে আপিল নিষ্পত্তি শুরু হয়েছে, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।