
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে নির্ধারিত ছুটির মেয়াদ এক দিন কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চার দিনের পরিবর্তে তিন দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ সেপ্টেম্বর রোববার ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে। তবে ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এর আগে গত ৩০ আগস্ট এক বিজ্ঞপ্তিতে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই সিদ্ধান্তে আপত্তি জানায় ছাত্রদল ও বামপন্থী ছাত্রসংগঠনগুলো। তারা দাবি করে, দীর্ঘ ছুটি শিক্ষাব্যবস্থার ক্ষতি করবে। এরই প্রেক্ষিতে প্রশাসন এক দিন কমিয়ে তিন দিনের ছুটি ঘোষণা করল।