ডাকসু নির্বাচন ঘিরে ভিপি ও জিএস প্রার্থীদের নির্বাচনী বিতর্কের তারিখ ঘোষণা



গতকাল রোববার (৩১ আগস্ট) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের উদ্যোগে এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিউডিএস) সহযোগিতায় আগামী ৫ সেপ্টেম্বর ভিপি পদে ও ৬ সেপ্টেম্বর জিএস পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে।


এতে আরও জানানো হয়, বিতর্কে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের আগামী ৩ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।


বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু নির্বাচন সব সময় রাজনৈতিক ও গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবারের নির্বাচনী বিতর্ককে কেন্দ্র করে ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।