
রাজশাহীর বাঘার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে “সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও ৩১ দফা মূল্যায়ন” শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিন রিয়াল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ মুকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফকরুল হাসান বাবুল ও সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম মলিন। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেন।
কর্মীসভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, “তৃণমূলের কথা যদি আমরা না শুনি, তবে আমাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে। ধানের শীষকে ঘিরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের দিকনির্দেশনা মেনে চললে একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।”
তিনি আরও বলেন, “চীনের মতো জনশক্তিকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করব এবং নতুন বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবো।”