প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তৈরি হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ আগামী ১৮ নভেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, “এবারই আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চাইছি। রাজনৈতিক দলগুলো যদি এ বিষয়ে প্রচার চালায়, তবে উদ্যোগটি আরও সফল হবে।”
প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে একই দিনে বিকেল ৩টায় জুম অ্যাপসের মাধ্যমে আইট অফ কান্ট্রি ভোটিং (ওসিভি) বিষয়ক একটি অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এতে অংশগ্রহণ করবেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা, অ্যাপ উদ্বোধনে প্রধান নির্বাচন কমিশনার
তথ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টার মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উন্মুক্ত করবেন।'
এর আগে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, 'প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার অংশ হিসেবে অ্যাপটি তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং ঘোষিত তারিখেই এর উদ্বোধন হবে।'
প্রবাসী বাংলাদেশিদের ভোট নিবন্ধন, অংশগ্রহণ ও রাজনৈতিক অধিকার আরও শক্তিশালী করতে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

