
একটা চায়ের দোকান, কিছু পরিচিত মুখ আর প্রতিদিনের চেনা পথ—সব কিছুই পেছনে ফেলে না-ফেরার দেশে পাড়ি জমালেন আল মামুন। খুলনার রূপসায় উল্টো পথে ছুটে আসা এক প্রাইভেট কার মুহূর্তেই কেড়ে নিল তার প্রাণ। চায়ের কাপের ধোঁয়া এখন থমকে গেছে, টোল প্লাজার পাশে সেই চেনা দোকানটায় কেবল শোকের হাহাকার।
শুক্রবার (২৭ জুন) রাত ৯টা ৪৫ মিনিটে খুলনার খানজাহান আলী সেতুর রূপসা টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন (৪৭) রূপসা উপজেলার জাবুসা গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকান চালিয়ে আসছিলেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রুটিনমাফিক দোকান শেষে রাস্তা পার হচ্ছিলেন মামুন। ঠিক সেই মুহূর্তে উল্টো পথে ছুটে আসা একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাতে রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর প্রাইভেট কারটি দ্রুত খুলনার দিকে পালিয়ে যায়। তবে স্থানীয় কয়েকজন সাহসী যুবক মোটরসাইকেলে ধাওয়া দিয়ে লবণচরা থানাধীন সাচিবুনিয়া পেট্রোল পাম্পের কাছে গাড়িটির গতিরোধ করে চালকসহ আটক করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আটক চালক ও গাড়িটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আল মামুনের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। টোল প্লাজা আর জাবুসা গ্রামের মানুষের চোখে জল—যেখানে তিনি ছিলেন শুধু একজন চা বিক্রেতা নন, ছিলেন একজন আপনজনের মতো। তার এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউই।