উৎসবমুখর পরিবেশে রাজাপুর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
রাজাপুর প্রেসক্লাবের কেন্দ্রীয় নির্বাহী সদস্যবৃন্দ। ছবিঃ সামীর আল মাহমুদ, বিপ্লবী বার্তা

ঝালকাঠির রাজাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুজ্জামান খান। সাধারণ সম্পাদক পদে মোঃ খলিলুর রহমান ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সায়েম আকন পেয়েছেন ৭ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে মোঃ শামসুল আলম বাবুল ও মোঃ বরকত হোসেন মৃধা, সহ-সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ বুলবুল আহমেদ, এবং নির্বাহী সদস্য পদে আরিফুর রহমান রনি, খাইরুল ইসলাম পলাশ ও মোঃ এনামুল হোসেন খান নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণ শেষে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল উদ্দিন ও মোঃ জাকির হোসেন মিয়া উপস্থিত ছিলেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।