রাজাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ব্যারিস্টার মঈন ফিরোজী
ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠির রাজাপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী।

শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে পৌরাতন জেলখানা এলাকার একটি ক্যাফেতে এ মতবিনিময় ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

সভায় ব্যারিস্টার মঈন ফিরোজী রাজাপুরের সার্বিক উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের নিরপেক্ষ ও সাহসী সংবাদ প্রকাশের মাধ্যমেই দেশের গণতন্ত্র আরও সুসংহত হবে।”

এ সময় রাজাপুর উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথি ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।