অবশেষে বাশের সাঁকো থেকে মুক্তি পাচ্ছে আফতাবনগর
ফাইল ছবি

রাজধানীর বনশ্রী ও আফতাবনগর অঞ্চলের বাসিন্দাদের সহজ যাতায়াত নিশ্চিত করতে নড়াই নদী (রামপুরা খাল) পার হয়ে তিনটি নতুন সেতুর নির্মাণকাজ সোমবার (১৫ সেপ্টেম্বর) উদ্বোধন করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ প্রধান অতিথি হিসেবে এই সেতু উদ্বোধন করবেন।


ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন জানান, উদ্বোধনী অনুষ্ঠান বেলা ১১টায় আফতাবনগর এফ ব্লক এভিনিউ রোডে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে এলাকার বাসিন্দা, জহুরুল ইসলাম সিটি সোসাইটি, বনশ্রী সোসাইটি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।


আফতাবনগর ও বনশ্রী পরিকল্পিত আবাসিক এলাকা হলেও মাঝখানে অবস্থিত নড়াই নদী দুই এলাকা আলাদা করেছে। নদী পারাপারের জন্য সেতুর অভাবে আফতাবনগর থেকে বনশ্রী পর্যন্ত যানবাহনে যেতে সময় লাগে প্রায় ৩০ মিনিট এবং ঘুরে যেতে হয় ৬ কিলোমিটার। মেরাদিয়া-বনশ্রী থেকে আফতাবনগর যেতে হলে বাড্ডা ইউলুপ ব্যবহার করতে হয়, যা দূরত্বকে প্রায় ৭ কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দেয়।


দীর্ঘ পথের ভোগান্তি কমাতে স্থানীয়রা আগে চারটি বাঁশের সাঁকো ব্যবহার করতেন। তবে সাঁকোগুলো নড়বড়ে হওয়ায় বয়স্ক ও স্কুলগামী শিক্ষার্থীরা ছোটোখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন। এই সমস্যার সমাধানে ডিএনসিসি নড়াই নদীতে তিনটি স্থায়ী সেতু নির্মাণের উদ্ধোধন হচ্ছে আগামীকাল।