
রাজধানীর বনশ্রীর সি-ব্লকের একটি বহুতল ভবনের সপ্তম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে সি-ব্লকের ২ নম্বর রোডের ওই ভবনে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই ৭ম তলা থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে যুক্ত হয় আরো একটি ইউনিট। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খিলগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, “অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।”
অগ্নিকাণ্ডের সময় ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আসার আগপর্যন্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।