
ঢাকার বর্ষায় যখন প্রকৃতি স্নিগ্ধ হয়ে ওঠে, ঠিক তখনই নীরবে ছড়িয়ে পড়ে আরেক ভয়াবহতা—মশার প্রজনন মৌসুম। জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়টা ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের জন্য পরিচিত এক সংকটকাল। প্রতিবছরই রাজধানীজুড়ে এডিস মশার দাপটে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
এই বাস্তবতায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন জহুরুল ইসলাম সিটি সোসাইটি। বাসিন্দাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে সংস্থাটি শনিবার থেকে শুরু করেছে সপ্তাহব্যাপী মশক নিধন কর্মসূচি। সকাল ১০টায় সোসাইটির প্রধান ফটকের সামনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোসাইটির সভাপতি আলমগীর হোসেন ঢালী।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক এস এম কামাল, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক এস কে মাহমুদ উজ্জ্বল, ছাড়াও সোসাইটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিকেলে সোসাইটির এম ব্লকে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয় অর্থ সম্পাদক মাসুম বিল্লাহর তত্ত্বাবধানে। সেখানে সরাসরি অংশগ্রহণ করেন রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণ সম্পাদক কাইয়ুম তালুকদার (কানন)।
সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো সপ্তাহজুড়ে প্রতিটি ব্লকে পর্যায়ক্রমে স্প্রে ও লার্ভা ধ্বংস অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হবে এবং স্থানীয়ভাবে আলোচনাসভা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।