
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন খিলগাঁও তালতলা সুপার মার্কেটের ভাসমান দোকানগুলো অবশেষে উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২রা জুলাই) জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং খিলগাঁও থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ হওয়া দোকানগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপিত ছিল এবং বরাদ্দকৃত পার্কিং এলাকাকে দখল করেই পরিচালিত হচ্ছিল এসব ব্যবসা।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ বছর ধরে মার্কেটের ভেতরে ও আশপাশে থাকা ভাসমান দোকানগুলো মালিক সমিতির আওতায় ছিল না। বরং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় অবৈধভাবে এসব দোকান বরাদ্দ দেওয়া হয়। যদিও সরকারি কাগজপত্রে জায়গাগুলো মূলত পার্কিং এর জন্য নির্ধারিত ছিল।
৫ আগস্টের পর এসব দোকান কারা নিয়ন্ত্রণ করতো—এমন প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, “এখন যারা চাঁদাবাজি আর ছিনতাইয়ের মতো কাজ করে, তারাই মাসে মাসে এসব দোকান থেকে অর্থ আদায় করতো। তবে আওয়ামী লীগও এ থেকে একটা অংশ পেতো।”
আরেকজন ব্যবসায়ী অভিযোগ করেন, প্রতি মাসে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা চাঁদা আদায় হতো এসব দোকান থেকে। তার ভাষায়, “ক্ষমতার মসনদে থাকা দলগুলোই এই অর্থ ভাগ করে খেতো। আমরা শুধু নিরুপায় হয়ে ভাড়া দিতাম।”
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অবৈধ দখল ও চাঁদাবাজির সংস্কৃতি শুধু শহরের সৌন্দর্য নষ্ট করছে না, বরং তা আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক শৃঙ্খলার জন্যও হুমকি।