
নেত্রকোণার দুর্গাপুরে শহীদ কমরেড রাশিমণি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। শনিবার (১৬ আগস্ট) দুপুরে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করা হয়।
এ সময় তাঁর সহধর্মিণী ও ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী শাহরিয়ার পারভীন কাকলি এবং সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম উপস্থিত ছিলেন।
নেতারা টংক ও কৃষক আন্দোলনের পথিকৃত নেত্রী, হাজং মাতা শহীদ কমরেড রাশিমণির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
পরে স্মৃতিচারণ করতে গিয়ে কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, “কমরেড রাশিমণি শুধু হাজং সম্প্রদায়ের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন নিপীড়িত-শোষিত মানুষের অধিকার আদায়ের এক অদম্য কণ্ঠস্বর। জমিদার ও শোষকদের বিরুদ্ধে টংক আন্দোলনে তিনি নারীদের নেতৃত্বে এনে সাহস জুগিয়েছিলেন। তাঁর সংগ্রামী জীবন প্রমাণ করে, একটি সাধারণ গ্রামীণ নারীও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ইতিহাস গড়ে তুলতে পারে।
তিনি আরো বলেন, দেশে বৈষম্য ও শোষণ বেড়েই চলেছে। এই সময়ে রাশিমণির সংগ্রামী চেতনা আমাদের পথ দেখায়। আমরা যদি সত্যিই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে চাই, তবে তাঁর দেখানো সংগ্রামের পথ অনুসরণ করে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তির রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। রাশিমণি শুধু হাজং মাতা নন, তিনি সমস্ত শোষিত-বঞ্চিত মানুষের মা। তাঁর আত্মত্যাগ চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে।