
বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা-অর্চনা ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে রাঙামাটির লংগদু উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে লংগদু উপজেলার মাইনী মুখ ইউনিয়নের জালিয়া পাড়াস্থ শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটি ও শ্রী শ্রী শিব মন্দির বিদ্যানিকেতনের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার লংগদু কলেজ মাঠের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূজামণ্ডপে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা।
বক্তারা বলেন, ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর শিক্ষা মানব সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় দিকনির্দেশনা দেয়।
জন্মাষ্টমী উপলক্ষে লংগদুর হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভক্তরা কীর্তন, পূজা-অর্চনা ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে দিনটি পালন করেন। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।