হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন সহকারী প্রক্টর নিয়োগ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর পদে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয় যে, ক্রপ বোটানি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আবু বকর সিদ্দীক-এর স্থলাভিষিক্ত হয়ে এগ্রিকালচারাল কেমেস্ট্রি বিভাগের প্রভাষক জনাব মো: মামুনুর রশীদকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


১৪ আগস্ট ২০২৫ তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময়ে তিনি বিধি মোতাবেক সকল প্রাপ্য ভাতা গ্রহণ করতে পারবেন।


বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ বদরুল আমিন স্বাক্ষরিত এ আদেশে উল্লেখ করা হয়েছে যে, এ সংক্রান্ত অনুলিপি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ডিন, বিভাগীয় চেয়ারম্যান, অর্থ ও হিসাব বিভাগ, প্রক্টর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।


উল্লেখ্য, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহকারী প্রক্টর পদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে