নিজেদের আকাশসীমা খুলে দিলো ইরান
ছবিঃ সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখার পর আবারও নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা এবং দেশজুড়ে চলা চরম উত্তেজনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নির্দিষ্ট ও অনুমোদিত ফ্লাইট বাদে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল তেহরান।


ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট 'ফ্লাইটরাডার২৪' নিশ্চিত করেছে যে, ইরানের আকাশসীমা বন্ধের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর আবারও দেশটিতে বাণিজ্যিক বিমান প্রবেশ করা শুরু করেছে। ডাটায় দেখা গেছে, নিয়মিত শিডিউল অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন ইরানের আকাশপথ ব্যবহার করছে।


গত দুই দিন ধরে ইরানের ওপর মার্কিন হামলার তীব্র শঙ্কা তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে কিছুটা নমনীয়তা লক্ষ্য করা গেছে। এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইরান বিক্ষোভকারীদের ওপর সহিংসতা এবং মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করে দিয়েছে।


সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত কয়েকদিন ট্রাম্প ইরানকে নিয়ে যে ধরনের আক্রমণাত্মক হুমকি দিচ্ছিলেন, তার তুলনায় বৃহস্পতিবারের বক্তব্য ছিল অনেকটাই ‘নরম সুরের’। তবে ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যদি আবারও বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তবে তিনি কঠোর ব্যবস্থা নেবেন।


উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত দেশজুড়ে সহিংস রূপ ধারণ করে। বিক্ষোভকারীরা সরকারি স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান ও পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করলে নিরাপত্তাবাহিনী কঠোর অবস্থান নেয়। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে।


তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরানের বড় শহরগুলোতে বিক্ষোভ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তেহরানসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে নতুন করে কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। মূলত পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় এবং মার্কিন হামলার ঝুঁকি আপাতত কমে আসায় আকাশসীমা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিল ইরান।


ট্যাগ বা কি-ওয়ার্ড: