বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন। তার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সব ধরনের খেলা বয়কটের ডাক দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ক্রিকেটাররা সাফ জানিয়ে দিয়েছে, দাবি না মানা পর্যন্ত মাঠে নামবেন না তারা।
একের পর এক বিস্ফোরক মন্তব্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম এখন টক অব দ্য কান্ট্রি। তবে এবার আর শুধু সমালোচনা নয়, সরাসরি অ্যাকশনে দেশের ক্রিকেটাররা।
তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল শেরাটনে জরুরি সংবাদ সম্মেলন ডাকে কোয়াব। যেখানে সরাসরি জানিয়ে দেয়া হয়, নাজমুল ইসলামকে পদ থেকে না সরানো পর্যন্ত কোনো ধরণের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেবেন না তারা।
সমাবেশে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন অভিযোগ করেন, নাজমুল ইসলাম একের পর এক অপমানজনক কথা বলে প্রতিটি সেক্টরকে ছোট করেছেন।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, "অসহায় হয়েই এগুলো আমাদের করতে হচ্ছে। আমরা ওই স্ট্যান্ডেই আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এটার মাধ্যমে সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে উনি অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।"
একই সুর শোনা গেছে নুরুল হাসান সোহানের কণ্ঠেও। তিনি জানান, 'খেলোয়াড়রা খেলার জন্য প্রস্তুত থাকলেও সম্মানের প্রশ্নে কোনো আপস করবেন না।'
তবে এখন পর্যন্ত এই সংকট নিরসনে ক্রিকেটারদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। ফলে দেশের ক্রিকেট মাঠে বল গড়াবে কি না, তা নিয়ে কাটছে না অনিশ্চয়তা।

