
লিগস কাপ ফাইনালের হেভিওয়েট লড়াইয়ে ইন্টার মায়ামিকে স্তব্ধ করে দিল সিয়াটল সাউন্ডার্স। আজ ভোরে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ৩–০ গোলের জয় তুলে নেয় সিয়াটল।
প্রায় ৭০ হাজার দর্শকে ভরা স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থেকেও আক্রমণে অকার্যকর ছিল ইন্টার মায়ামি। পুরো ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে রাখলেও তাদের ১০টি শটের একটিও ছিল না লক্ষ্যে। বিপরীতে মাত্র ৩২ শতাংশ বল দখলে রাখা সিয়াটল, নিয়ন্ত্রিত ফুটবল খেলেই ১১ শটের মধ্যে ৭টি রাখে পোস্টমুখী।
ম্যাচের ২৬ মিনিটে ক্রিস্টিয়ান রোলডানের নিখুঁত ক্রসে হেড করে গোল করেন ওসাজে ডি রোজারিও। এরপর দ্বিতীয়ার্ধেও মায়ামি বারবার সুযোগ হারায়। বিশেষ করে ৫০ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন লিওনেল মেসি।
শেষদিকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় সিয়াটল। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোলডান। আর ৮৯ মিনিটে পল রথরকের জোড়ালো শটে ৩–০ তে জয় নিশ্চিত করে সাউন্ডার্স।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ শেষে হতাশায় প্রতিপক্ষের সঙ্গে উত্তেজনাও ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে হয় কর্মকর্তাদের।
সামগ্রিকভাবে বলা চলে নিখুঁত পরিকল্পনা আর সুযোগ কাজে লাগানোর দক্ষতাই সিয়াটল সাউন্ডার্সকে এনে দিলো লিগস কাপের শিরোপা ।