
ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় প্রশ্ন এখন, কে হবেন বিশ্বকাপ বাছাইয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা?
একদিকে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে বিদায় নিলেন লিওনেল মেসি, অন্যদিকে সামনে এখনও পাঁচ পাঁচটি ম্যাচ বাকি ক্রিস্টিয়ানো রোনালদোর!
এ যেন সময়ের সঙ্গে রোমাঞ্চকর এক দৌড়, যেখানে রোনালদো ইতিহাস লিখতে পারেন, আর মেসি থেমে গেছেন দরজার একেবারে সামনে!
বর্তমানে এই রেকর্ডের মালিক গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজ। ৪৭ ম্যাচে তাঁর গোল ৩৯টি। রোনালদো আর মেসি দুজনই থেমে ছিলেন ৩৬ গোল নিয়ে। কিন্তু পরিসংখ্যান বলছে, এই পর্যায়ে পৌঁছতে মেসির লেগেছে ৭২ ম্যাচ, আর রোনালদোর মাত্র ৪৭!
গত ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করলেও সেটিই ছিল বিশ্বকাপ বাছাইয়ে মেসির শেষ নাচ। আর্জেন্টিনা কোচ তাঁকে বসিয়ে দিয়েছেন ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচে। মানে, রেকর্ডে ওঠার সব পথই বন্ধ আর্জেন্টাইন মহাতারকার জন্য।
কিন্তু, ঘটনার নাটকীয় মোড় এখানেই, রোনালদোর সামনে এখনো অন্তত ৫ ম্যাচ! আর মাত্র ১ গোল করলে ছুঁয়ে ফেলবেন রুইজকে, আর আরো ২ গোল মানেই এককভাবে ইতিহাসের শীর্ষে সিআর সেভেন!
আর্মেনিয়ার বিপক্ষে গত ম্যাচে মাঠে নামে পর্তুগাল। ৫-০ গোলে হারায় আর্মেনিয়া কে। এর মধ্যে রোনালদো একাই করেন জোড়া গোল ।যার দৌলতে রোনাল্ডোর গোল সংখ্যা পৌঁছে যায় ৪৮ ম্যাচে ৩৮ গোল এ । এগিয়ে যান মেসিকে ছড়িয়ে রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে। এরপরের ম্যাচে পর্তুগাল মুখোমুখি হাঙ্গেরির ।তারপর আরও চার ম্যাচ!
ফুটবল দুনিয়ার চোখ এখন আটকে আছে এক জায়গায়, রোনালদো কি পারবেন রুইজকেও হার মানাতে?
উত্তরটা মিলবে শিগগিরই, তবে একটা ব্যাপার নিশ্চিত, ইতিহাস গড়ার মঞ্চ তৈরি, আর তার কেন্দ্রে দাঁড়িয়ে আছেন এক মানুষ, নাম তাঁর ক্রিস্টিয়ানো রোনালদো!