তবে কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন না মেসি?
ছবিঃ সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে কি আর দেখা যাবে না লিওনেল মেসিকে? ফুটবল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত শঙ্কা। ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠের আবেগঘন ম্যাচের পর, মেসি নিজেই দিয়েছেন সেই রহস্যময় ইঙ্গিত।



৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন কিংবদন্তি বলেছেন, ‘হয়তো আর কোনো বিশ্বকাপ খেলব না। বয়সের কারণে সেটা স্বাভাবিক।’ তবে সম্ভাবনা একেবারেই শেষ নয়।


কিন্তু কেন এত দ্বিধা? উত্তর লুকিয়ে আছে তার শারীরিক অবস্থার মধ্যে। ২০২২ বিশ্বকাপ জেতার পর থেকে ফিটনেসে বড় ধাক্কা খেয়েছেন মেসি। গত তিন বছরে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন প্রায় ১৫০ দিন। যেখানে আগের চক্রে ছিলেন মাত্র ৭৬ দিন।


তাই প্রতিটি ম্যাচ ধরেই এগোতে চান তিনি। মেসি বলেন, ‘যখন শরীর সায় দেয়, খেলাটা উপভোগ করি। কিন্তু ভালো না লাগলে মাঠে নামা কষ্টের হয়ে যায়।’তবুও আশা আছে। আপাতত লক্ষ্য মেজর লিগ সকার মৌসুম শেষ করা। এরপর ২০২৬ সালের আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত।"

 

২০০৬ সালে তরুণ বয়সে প্রথম বিশ্বকাপ খেলা থেকে শুরু করে ২০২২ সালে আর্জেন্টিনাকে এনে দেওয়া সোনালি ট্রফি, মেসির বিশ্বকাপ যাত্রা ফুটবল ইতিহাসে এক মহাকাব্য।


এখন শুধু অপেক্ষা, ২০২৬ সালে কি আবারো বিশ্বকাপের মঞ্চে উঠবেন মেসি? নাকি ২০২২ ই ছিল তার শেষ বিশ্বজয়ের গল্প?