
ছবিঃ বিপ্লবী বার্তা
নরসিংদী রেলস্টেশনে ট্রেনের কেবিন কোচে অবৈধ যাত্রী উঠতে না দেওয়ায় উত্তেজনা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলে বিনা টিকিটে ট্রেনের কেবিন কোচে প্রবেশ করতে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল যাত্রী জোর করে কেবিন কোচে উঠতে চাইলে ট্রেন কর্তৃপক্ষ বাধা দেয়। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে ট্রেনের কাচ ও ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে। এতে সাধারণ যাত্রীরা আতঙ্কে পড়ে যায়।
অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কেউই তৎক্ষণাত কোনো পদক্ষেপ নেননি। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, বিনা টিকিটের যাত্রীদের কারণে নিয়মিত ভাড়া পরিশোধকারীরা বারবার ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।