
ছবিঃ বিপ্লবী বার্তা
নিরাপদ সড়কের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে বসুন্ধরা শুভ সংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার (১৭ আগস্ট) বিকেল ৪.৩০ টায় বসুন্ধরা শুভ সংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বরিশাল - কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের মুল ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বসুন্ধরা শুভ সংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধিসহ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এবং বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা সারাদেশে মহাসড়কে পরিবহনের দানবীয় গতি বন্ধ করা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধসহ মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন বন্ধের দাবি জানান।