
ছবিঃ বিপ্লবী বার্তা
রাজধানীর কদমতলিতে এক গ্পৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পর থেকেই স্বামী মোহাম্মাদ নয়ন পলাতক রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছরের প্রেমের পর তামান্না ও নয়ন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।তাদের একটি এক বছরের কন্যা সন্তানও রয়েছে ।গত শুক্রবার সন্তানের জন্মদিনের আয়োজনের জন্য তামান্না তার বাবার কাছ থেকে ৫ হাজার টাকা নেন, কারণ স্বামী নয়ন ছিলেন বেকার। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের জন্য নিয়মিত নির্যাতন করা হতো তামান্নাকে। তাদের দাবি— যৌতুকের কারণেই তামান্নাকে হত্যা করা হয়েছে।
পুলিশ বলছে, তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
এদিকে মায়ের মৃত্যুতে এক বছরের শিশু ইনায়া এখন অসহায় অবস্থায় রয়েছে। মা হারিয়েছে, আর বাবা পলাতক। শিশুটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ ।