নাটোর–১ আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা
ছবিঃ বিপ্লবী বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।


আজ সোমবার, ২৯ ডিসেম্বর লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।


এদিন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মাওলানা আবুল কালাম আজাদ। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ফারজানা শারমিন পুতুল।


এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাইফুল ইসলাম টিপু এবং ডা. ইয়াসির আরশাদ রাজন। খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ডা. আজাবুল হক।


মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট প্রার্থীদের সমর্থক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।