আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দল ও প্রার্থীদের জন্য নতুন আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন। পোস্টার, ব্যানার, ড্রোন, সব ধরনের প্রচারে এসেছে নতুন ও কড়াকড়ি নির্দেশ।
সোমবার রাতে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি–২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন বিধিমালায় এক মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দেয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।
পোস্টার ও লিফলেটের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে; একজন প্রার্থী তার আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন যার দৈর্ঘ্য হবে ১৬ ফুট আর প্রস্থ ৯ ফুটের বেশি নয়। প্রচারের সময় ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহারও নিষিদ্ধ।
বিদ্যুৎচালিত আলোকসজ্জা বা প্লাস্টিক ব্যানার ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন। বলা হয়েছে প্রচারে শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে, এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে উৎসাহিত করা হয়েছে ।
গণমাধ্যমের সংলাপ ও সব প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণার সুযোগ রাখা হয়েছে এবার। রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের নিয়ে একদিনে ইশতেহার পাঠের ব্যবস্থা করবেন— যাতে ভোটাররা তুলনামূলক ধারণা পান।
এছাড়া প্রথমবারের মতো চালু হচ্ছে আইটি–সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম। যার সুবাদে দেশের ভেতরে নির্দিষ্ট তিন শ্রেণির ব্যক্তি এবং প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দিতে পারবেন।
নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিধিমালায় এসেছে এমন আচরণবিধি ।

