ঢাকায় উদযাপিত হলো জাতীয় যুব দিবস ২০২৫
ছবিঃ বিপ্লবী বার্তা
মঙ্গলবার রাজধানীর একটি বাফেট রেস্টুরেন্টে আন্তর্জাতিক যুব সংগঠন গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিল (GYDC) বাংলাদেশ চ্যাপ্টার 'জাতীয় যুব দিবস ২০২৫' এর উদযাপন করেছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  GYDC বাংলাদেশ চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সভাপতি ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টি.আই.বি) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন, অশোকা ফেলো ও বিপ্লবীবার্তার সম্পাদক জনাব মনসুর আহমেদ চৌধুরী।


অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন, এটিএন বাংলার উপদেষ্টা ও জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব তাশিক আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিএমইবি’র সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান জামিল আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল এবং GYDC গ্লোবাল কমিটির সেক্রেটারি জেনারেল জনাব সোহাগ মহাজন।


অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মনসুর আহমেদ চৌধুরী বলেন, “তরুণ ও যুবরাই একটি দেশের ভবিষ্যৎ, তাই যুব সমাজের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও মাদক প্রতিরোধে সক্রিয় ভূমিকা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


 অনুষ্ঠানে গেস্ট অব অনার জনাব তাশিক আহমেদ বলেন, “বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের তথ্য ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ ও শিক্ষিত হতে হবে।”


অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় যুব সংগঠনের অর্ধশতাধিক যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষাংশে বাংলাদেশের যুব উন্নয়ন ও সমাজকল্যাণে অবদান স্বরূপ দশজন সংগঠককে “জাতীয় যুব দিবস পুরস্কার ২০২৫” প্রদান করেন প্রধান অতিথি জনাব মনসুর আহমেদ চৌধুরী। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে অংশগ্রহণ করেন।