
জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রবিবার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য জানান তিনি।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু, বাস্তবায়ন কৌশল এবং রাজনৈতিক দলগুলোর মনোভাব ও প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়। বৈঠকে কমিশনের অগ্রগতি নিয়ে উপস্থিত সদস্যদের অবহিত করা হয়।
কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পাশাপাশি, কাজের চূড়ান্ত অগ্রগতি দ্রুততম সময়ে জানাতে নির্দেশ দেন তিনি।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দল থেকেই ব্যাপক সহযোগিতা পেয়েছে। এছাড়া, গণমাধ্যমগুলো আমাদের অকল্পনীয় সমর্থন দিয়েছে।”
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন।