জরিপে জামায়াতের ভোট বাড়লেও নির্বাচনে জয়ী হবে বিএনপি: রুমিন ফারহানা
ছবিঃ বিপ্লবী বার্তা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা বলেছেন, “জরিপ কখনো নির্বাচনে পার্থক্য গড়ে না। জরিপে জামায়াতের ভোট বাড়লেও আসন্ন নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।” তিনি সম্প্রতি এক টকশোতে এ মন্তব্য করেন।


রুমিন ফারহানা বলেন, “নির্বাচন যত এগোবে, যে দল যার পক্ষে তার মত করে কথা বলবে। অনেকগুলো জরিপে দেখা গেছে, বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে। তাই আসন সংখ্যা নিয়ে কোনো পূর্বাভাস দেওয়ার অর্থ নেই।”


সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, প্রায় ৩১ শতাংশ মানুষ জামায়াতে ইসলামীকে সমর্থন করে, আর বিএনপিকে ভোট দেবে ৪১ শতাংশ। রুমিন ফারহানা উল্লেখ করেন, “জামায়াতের ব্যবধান কমেছে, কিন্তু অতীতে যেমন ২০০৮ সালের নির্বাচনে পার্সেন্টেজে ডিফারেন্স কম ছিল, তাতে আসনে ভিন্নতা অনেক বেশি দেখা গেছে। ৪১ শতাংশ মানে প্রচুর জনপ্রিয় ভোট।”


তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ভোটের অংশও নির্বাচনে অন্য দলের মধ্যে বিতরণ হবে। এই অংশটা বাদ দিলে বাকি ভোটের রেশিও অনুযায়ী পার্থক্য বেড়েছে।”


জরিপের উপর অতিরিক্ত নির্ভর না করার পরামর্শ দিয়ে রুমিন ফারহানা বলেন, “জরিপে জামাতের উল্লম্ফন অনেক কারণে হতে পারে। জরিপের ফলাফল অঞ্চল, বয়স, শিক্ষাগত স্তর বা সমাজের সেকশন অনুযায়ী পরিবর্তিত হয়। আসল খেলাটা নির্বাচন, যেখানে অনেক কিছুই ওলট-পালট হয়ে যায়।”