
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৯০.৮ শতাংশ মানুষ মুসলমান, বাকিরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের। তবে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।
শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
জামায়াত আমির বলেন, “বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সহ বিভিন্ন ধর্মাবলম্বী দশক ধরে একত্রে বসবাস করছে। পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির যে দেশগুলো উল্লেখযোগ্য, তার মধ্যে বাংলাদেশ বিশেষ স্থান অধিকার করে রয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা আল্লাহর দরবারে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নিইনি। অন্য ধর্মের মানুষরাও ঠিক একইভাবে জন্ম নিয়েছেন। আল্লাহ মানুষকে বিচার, বিবেচনা ও বিবেক দিয়েছেন। সেই বিবেচনা ও বিবেকের ভিত্তিতে মানুষ ধর্ম গ্রহণ করবে।”
ডা. শফিকুর রহমান দাঈদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর দেওয়া শাশ্বত বিধান এবং খাতেমুন নাবিয়্যিনের মাধ্যমে প্রাপ্ত আলোকিত বিধান বাস্তবায়নে মুহাম্মদ (সা.) এর জীবন, দাওয়া ও কর্ম অনুসরণ করা এবং অন্য মানুষকে আহ্বান জানানো জরুরি। তিনি উল্লেখ করেন, “মানুষ সমাজবদ্ধ জীব, এটিকে উপেক্ষা করার শক্তি আমাদের কারো নেই। এখানে যারা আছেন, তারা মানুষকে সত্য ও সুন্দর সমাজ গঠনে উদ্বুদ্ধ করবেন। তারা কল্যাণকামী হতে মানুষকে উপদেশ দেবেন, যেন রাসূলে কারীম (সা.) মানবজাতির প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, তা অনুসরণ করা সম্ভব হয়।”