জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে সাকিব
ছবিঃ বিপ্লবী বার্তা

একটি সাধারণ শুভেচ্ছা বার্তাই হয়ে উঠেছে দেশের সবচেয়ে আলোচিত বিতর্কের কেন্দ্রবিন্দু।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক এমপি সাকিব আল হাসান।


রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখলেন—

“শুভ জন্মদিন আপা।”

সঙ্গে পোস্ট করলেন হাসিনার সঙ্গে তোলা একটি ছবি।


কিন্তু এরপরই যেন ফেটে পড়লো সামাজিক যোগাযোগমাধ্যম!

কেউ তাকে বলছেন “আওয়ামী দোসর”, কেউ বলছেন “দালাল”, আবার অনেকে প্রশ্ন তুলছেন—“গণহত্যাকারী নেত্রীর জন্য এ শুভেচ্ছা কেন?”


প্রতিক্রিয়া শুধু সাধারণ সমর্থকেরাই নয়, নেমেছে ক্রীড়া, রাজনৈতিক এমনকি শিক্ষা অঙ্গন থেকেও।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন—

“একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম। End of the discussion.”


এরপর সাকিবও নীরব থাকেননি। পাল্টা পোস্টে লিখেছেন—

“যাক, শেষমেষ কেউ একজন স্বীকার করলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না। ফিরবো হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”


কিন্তু তাতেও থামেনি বিতর্ক।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম মন্তব্য করেছেন—

“আওয়ামী দোসর সাকিব আল হাসান, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী।”


অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য বলেছেন,

“আজকের পোস্ট প্রমাণ করেছে, সাকিবকে সরানো ছিল ঐতিহাসিক পদক্ষেপ।”


এদিকে সারজিস আলম সাকিবের পোস্টের কমেন্টে সরাসরি হুশিয়ারি দিয়ে বলেছেন—

“টাকার কাছে নিজেকে বেঁচে দেওয়া তোর মত লোভী মানুষ রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। হাজারের অধিক শহীদের কাছে এটা আমাদের প্রজন্মের কমিটমেন্ট।”


সাকিব আল হাসানের পোস্ট এখন শুধু ক্রীড়াঙ্গনের নয়, দেশের রাজনৈতিক আলোচনারও কেন্দ্রবিন্দুতে