১ অক্টোবর খুলছে না বান্দরবানের কেওক্রাডং
ছবিঃ বিপ্লবী বার্তা

পার্বত্য জেলা বান্দরবানের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র কেওক্রাডং পর্যটকদের জন্য ১ অক্টোবর থেকে খোলা হচ্ছে না। জেলা প্রশাসন জানিয়েছে, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা ও আবাসনসহ সার্বিক সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভ্রমণ বন্ধই থাকবে।


রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি বলেন, “আমরা চাই জেলায় আগত পর্যটকদের কোনো সমস্যা যেন পোহাতে না হয়। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এছাড়াও কেওক্রাডং কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় পর্যটকদের সুযোগ-সুবিধা এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি।”


জেলা প্রশাসক আরও আশা প্রকাশ করেছেন যে, দুর্গাপূজার পর কেওক্রাডং পর্যটন কেন্দ্র সকলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।


প্রসঙ্গত, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে মেঘলা পর্যটন কেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের উদ্বোধনকালে জেলা প্রশাসক ১ অক্টোবর থেকে কেওক্রাডং উন্মুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।