"গণতান্ত্রিক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ জরুরি"—ফখরুল
ছবিঃ সংগৃহীত

রাজনীতির অঙ্গনে নতুন সমালোচনার ঝড়। সম্প্রতি কলকাতার দৈনিক ‘এই সময়’ -কে দেওয়া এক  সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন— আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, তাদের শরিকেরা এবং জাতীয় পার্টিও অংশ নিক। আমরা চাই একটি সুষ্ঠু ও অবাধ ভোট। শেখ হাসিনা ১৫ বছর প্রতিদ্বন্দ্বীকে ভোটে দাঁড়াতেই দেননি। তার ফলাফল আমরা দেখেছি। আমরাও যদি একই কাজ করি, তবে প্রতিফল আমাদেরও ভোগ করতে হবে।”



এদিকে জামায়াত ইস্যুতে ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ ২৫ বছর ধরে জামায়াত বিএনপির শরিক এ ধারণা ভুল। আওয়ামী লীগ এই অপপ্রচার ভারতকে বিশ্বাস করিয়েছে। জামায়াত শুধু নির্বাচনী শরিক ছিল, আদর্শগত কোনো মিল নেই। আমরা ধর্মীয় রাজনীতি করি না। বিএনপি এখন আর জামায়াতকে রাজনৈতিক সুবিধা নিতে দেবে না"

তিনি অভিযোগ করেন, "৩০ আসন না পাওয়ায় জামায়াত বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে।"



অপরদিকে, ভারত ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারত মুক্তিযুদ্ধের সহযোগী। ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশের তিন দিকেই ভারত, একদিকে সমুদ্র। তাই ভারতের প্রভাব থাকবেই।”


 তবে তার অভিযোগ, ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে কেবল আওয়ামী লীগের চোখ দিয়ে দেখেছে, বাকিদের সঙ্গে যোগাযোগ রাখেনি। ফলে সাধারণ মানুষের ক্ষোভ এখন ভারত-বিরোধিতায় রূপ নিয়েছে।

তিনি বলেন, আমরা চাই ভারত সবার সঙ্গে সম্পর্ক রাখুক, শুধু আওয়ামী লীগের সঙ্গে নয় 



ফখরুলের এই মন্তব্যের পর পরই জনসাধারনের মধ্যে তৈরি হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। তবে তিনি বলেন,  গণতান্ত্রিক রাজনীতিতে প্রতিদ্বন্দ্বীকে বাধা দেওয়া উচিত নয়।