রাজধানীতে টানা বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
ছবিঃ বিপ্লবী বার্তা

রাজধানী ঢাকায় আজ সোমবার সকাল থেকে ঝরেছে অঝোরে বৃষ্টি। সকাল পৌনে ছয়টার দিকে শুরু হওয়া এই বৃষ্টি সকাল সাতটা পর্যন্ত মুষলধারে অব্যাহত থাকে। এর আগে রাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে।


এতে ঢাকার বেশির ভাগ রাস্তায় পানি জমে যায়। ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, মনিপুরী পাড়া, নিউমার্কেট, আসাদগেট, জিগাতলা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমতে দেখা গেছে। এতে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।


রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে বৃষ্টির দিনে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বেসরকারি চাকরিজীবীরা। সকালে অফিসে সময়মতো পৌঁছাতে হয়, কিন্তু জলাবদ্ধতা ও যানজটের কারণে তা প্রায় অসম্ভব হয়ে পড়ে। গণপরিবহনের সংকট দেখা দেয়, অনেক চালক অতিরিক্ত ভাড়া দাবি করেন। ফলে অফিসে পৌঁছাতে দেরি হয়, যা চাকরিজীবীদের জন্য বাড়তি চাপ তৈরি করে।


একজন চাকরিজীবী বলেন,“বৃষ্টির দিনে আমাদের জন্য বিশেষ পরিবহন বা অফিস টাইমে কিছুটা নমনীয়তা আনা দরকার। নইলে প্রতিদিনের এই দুর্ভোগ মানসিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে।”


অন্যদিকে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও পড়েছেন বিপাকে। অনেক শিক্ষার্থী ভিজে স্কুলে যাচ্ছে। মা–বাবাদেরও সন্তানদের কোলে নিয়ে ভিজে স্কুলে পৌঁছাতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা।


আবহাওয়াবিদরা  বলেন,“ইতিমধ্যেই লঘুচাপ সংঘটিত হয়ে যেতে পারে। এর প্রভাবেই আজকে বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয়, উপকূলীয় অঞ্চলসহ দেশের সর্বত্রই বৃষ্টি হচ্ছে, বিশেষ করে উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি।”


আগামী বুধবার পূর্ব বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি আরও বেড়ে যেতে পারে। যদিও আজ সকাল থেকে বৃষ্টি কিছুটা কমেছে, তবুও সারাদিন আকাশ মেঘলা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।