বরাদ্দ নেই অথচ নগরভবনে শ্রমিক দলের রুম দখল
ছবিঃ বিপ্লবী বার্তা

ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কার্যালয়ের নামে নগর ভবনের রুম দখলের অভিযোগ উঠেছে।


সরজমিনে দেখা যায়, গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের  নগর ভবনের ছয় তলায় একটি রুম দখল করে শ্রমিক দলের কর্মচারী ইউনিয়নের কার্যালয়ের ব্যানার টানানো হয়েছে। যেখানে ব্যবহার করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। অভিযোগ, দলীয় প্রধানদের নাম ব্যবহার করে নানা সুযোগ- সুবিধা নিচ্ছে শ্রমিক দলের নেতারা। এ ঘটনায় বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।


নগর ভবনের ছয় তলায় শ্রমিক দল যেখানে রুম দখল করেছে তার পাশে সংস্থাটির প্রধান হিসাব রক্ষণ বিভাগ, রাজস্ব বিভাগ, সমাজ কল্যাণ বিভাগ এবং আইন বিভাগ রয়েছে। এবং এই ভবনে আর কোন ইউনিয়নের অফিস নেই। 


এদিকে এমন স্পর্শকাতর জায়গায় কেন ইউনিয়ন অফিস হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মকর্তা--কর্মচারীরারা। 


অভিযোগ উঠেছে, নিয়োগ এবং বদলী বানিজ্যর সুবিধার নিতেই শ্রমিক দল এখানে ইউনিয়ন অফিস করেছে। এরই মধ্যে  সংগঠনটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেটের স্বাক্ষর করা একটি তালিকার বেশ কয়েক জনকে অবৈধভাবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি সমর্থিত একাধিক কর্মকর্তা কর্মচারী বলেন, বরাদ্দের আগেই দলীয় প্রধানের ছবি ব্যবহার করে রুমটি দখলের পায়তারা করা হচ্ছে। এর নেপথ্যে রয়েছেন শ্রমিক দলের সভাপতি ছিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট। তাঁরা আরও বলেন, এই ছিদ্দিকুর রহমান অবসরে যাওয়ার পরও শ্রমিক দলের সভাপতির পদ ধরে রাখার চেষ্টা করছেন।



অভিযোগের বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট বলেন, আমরা রুম বরাদ্দের জন্য আবেদন করেছিলাম। তবে এখন পর্যন্ত কার্যালয় করার জন্য বরাদ্দ রুম পাই নি।


বরাদ্দের আগে ব্যানার লাগানো বিষয়টি জানতে চাইলে তিনি  দ্রুত ব্যানার খুলে ফেলবেন বলেও জানান।


শ্রমিক দলের রুম বরাদ্দের বিষয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নি।