এসএফডিএফ কর্মকর্তাকে আটকে নির্যাতন, কারাগারে মা-ছেলে
ছবিঃ বিপ্লবী বার্তা

জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের (এসএফডিএফ) ম্যানেজার রণজিৎ চন্দ্র বর্মনকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারী ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে সরিষাবাড়ী কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (৬ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটক দুজন হলেন—অনুপমা সূত্রধর ও তার ছেলে প্রিন্স আদিত্য সরকার।


ভুক্তভোগী রণজিৎ চন্দ্র বর্মন জানান, শুক্রবার সকালে অনুপমা সূত্রধর কৌশলে তাকে নিজ বাড়িতে ডেকে নেয়। সেখানে আগে থেকেই অনুপমা, তার স্বামী, ছেলে প্রিন্স আদিত্যসহ আরও কয়েকজন উপস্থিত ছিল। তারা মিলে তাকে ঘরে আটকে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে নির্যাতন চালায়। একপর্যায়ে তাকে উলঙ্গ করে ভিডিও ধারণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা দাবি করা হয়।


পরে রণজিতের স্ত্রী পুলিশকে খবর দিলে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় অনুপমা সূত্রধর ও তার ছেলে প্রিন্স আদিত্যকে গ্রেপ্তার করা হয়।


সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”