
ছবিঃ বিপ্লবী বার্তা
ইস্টার্ণ হাউজিংয়ের বহুল আলোচিত প্রকল্প- আফতাবনগর। এই প্রকল্পটি গড়ে তোলা হয়েছে আধুনিক নাগরিক সুবিধা ও পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে। প্রকল্পের একটি নির্দিষ্ট অস্থায়ী বাজার থাকলেও বিভিন্ন ব্লকে রাস্তা দখল করে ক্রমানুযায়ী বৃদ্ধি পাচ্ছে অবৈধ দোকানপাটের সংখ্যা। যার ফলে চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ইস্টার্ণ হাউজিং, আফতাবনগর সোসাইটি এবং প্রশাসনের সম্মিলিত প্রয়াসে চালানো হয় হকার উচ্ছেদ অভিযান। এ অভিযানে অন্তত ৪০টির মতো দোকান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাউজিং বাসিন্দারা জানান, হকাররা রাস্তার পাশে দোকান বসিয়ে চলাচলে তৈরি করছে প্রতিবন্ধকতা, নষ্ট করছে পরিবেশ এবং গড়ে তুলছে আড্ডাস্থল।
উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বাজারের কোনো নির্দিষ্ট জায়গা না থাকায় তারা বাধ্য হয়ে রাস্তায় ব্যবসা করছেন। একই সাথে হাউজিং এর একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে।
অন্যদিকে, হাউজিং কর্তৃপক্ষ জানিয়েছেন—কোনোভাবেই পক্ষপাতমূলক আচরণ করা হয়নি, বরং আবাসিক পরিবেশ রক্ষার স্বার্থেই এ অভিযান চালানো হয়েছে এবং তা অব্যাহত থাকবে।