রাজধানীর উত্তরা এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে আটটার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগে। ঘটনায় ওই ভবন থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের সময় ফ্ল্যাটের ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চার মিনিটের মধ্যেই উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ৭টা ৫৮ মিনিটে ইউনিটগুলো পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
এ ঘটনায় উদ্ধার হওয়া ১৩ জনকে চিকিৎসার জন্য দ্রুত কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

