২০০৮ সালের নির্বাচনে সম্পদের মিথ্যা তথ্য দিয়েছিলেন হাসিনা
ছবিঃ বিপ্লবী বার্তা
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে হলফ নামায় সম্পদের মিথ্যা তথ্য দিয়েছিলেন শেখ হাসিনা। সে সময় খতিয়ে দেখলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না।


রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীতে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।


তিনি বলেন, ‘২০২৬ দেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বিশাল পরিবর্তনের পর গণতন্ত্রের উত্তরণের বছর। আশা করি, ভালো শাসক আমাদের শাসন করবে।


দুদক চেয়ারম্যান জানান, ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে সম্পদের তথ্য দিয়েছিলেন— তাতে মিথ্যা তথ্য ছিল। তখন তা খতিয়ে দেখলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না।


হলফনামায় মিথ্য তথ্য কেউ নির্বাচিত হোক, তা দুদক চায় না বলেও উল্লেখ করেন তিনি।