রাজেন্দ্র কলেজ ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে ফাহিম-আনছার
সভাপতি ফাহিম বিশ্বাস, সেক্রেটারি আনছার আলী : ছবিঃ বিপ্লবী বার্তা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখার-২০২৬ সেশনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাহিম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আনছার আলী।


৮ জানুয়ারি (বৃহষ্পতিবার) রাত আনুমানিক ৯ টার দিকে কলেজ শাখার নতুন কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। তবে, সংগঠনের সাথীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন রাজেন্দ্র কলেজ ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি এবং জনশক্তি-র পরামর্শের ভিত্তিতে মনোনীত হয়েছেন নবনির্বাচিত সেক্রেটারি।


উল্লেখ্য,গত বছর ২০২৫ সেশনে নবনির্বাচিত সভাপতি ফাহিম বিশ্বাস দায়িত্ব পালন করেছেন সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে এবং নবনির্বাচিত সেক্রেটারি আনছার আলী ছিলেন ইসলামী ছাত্রশিবির রাজেন্দ্র কলেজ শাখার অর্থ সম্পাদক। 


নবনির্বাচিত সভাপতি ফাহিম বিশ্বাস বলেন,"আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, যিনি আমাদের পথপ্রদর্শক। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং ছাত্রশিবিরকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখা। আমরা একসাথে নতুন উদ্যোগ নেব, সহযোগিতা বৃদ্ধি করব এবং কলেজে একটি সৃজনশীল ও প্রগতিশীল পরিবেশ গড়ে তুলব।"


নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনছার আলী বলেন,"আল্লাহর রহমতে এই দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ। আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ সহায়তা প্রদানে কাজ করব, ছাত্রসংগঠনকে গতিশীল করব এবং একটি সুস্থ ও সৃজনশীল পরিবেশ গড়ে তুলব। আল্লাহর সাহায্যে সবাই মিলেমিশে কলেজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখব।"


ইসলামী ছাত্রশিবির, ফরিদপুর শহর শাখার সভাপতি আকমাল হোসেনের উপস্থিতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এ সময়ে শহর শাখার অফিস সম্পাদক মাহফুজ মীর, রাজেন্দ্র কলেজের সাবেক সভাপতি ফাহিম বিশ্বাস, সদ্য সাবেক সেক্রেটারি আশিকুর রাহমান সহ উপস্থিত ছিলেন সংগঠনের সাথীবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ। 


নতুন কমিটির মাধ্যমে সরকারি রাজেন্দ্র কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও প্রগতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।


নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মসূচি, শিক্ষাগত এবং সাংস্কৃতিক কার্যক্রমে নতুন প্রাণ শ্বাস দেবে। কলেজের সব শ্রেণির শিক্ষার্থী এবং শিক্ষক সমাজের সহযোগিতা নিয়ে তারা একটি ঐক্যবদ্ধ, সৃজনশীল ও কার্যকরী ছাত্রসংগঠন গড়ে তুলতে চান। এই নতুন যাত্রা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রসমাজে উদ্দীপনা ও প্রগতির বাতাস বয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।