নেপালের রাষ্ট্রদুতের সাথে বিপ্লবী বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
নেপালের রাষ্ট্রদুতের সাথে বিপ্লবী বার্তার সম্পাদক ড. জাহিদ আহমেদ চৌধুরী

ঢাকার গুলশানে অবস্থিত নেপাল দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত নেপালের ডেপুটি চিফ অব মিশন (সহকারী রাষ্ট্রদূত) মিস. ললিতা সিলওয়াল-এর সঙ্গে ৫ জানুয়ারি সোমবার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট কাউন্সিল (GYDC)-এর সেক্রেটারি জেনারেল এবং রিপাবলিক অব লাইবেরিয়ার (প্রিন্সভিল সিটি)র কনসাল সোহাগ মহাজন।


উক্ত সৌজন্য সাক্ষাতে গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন, গ্লোবাল ইয়ূথ ডেভেলপমেন্ট কাউন্সিল এর যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং বিপ্লবী বার্তার সম্পাদক  ড. জাহিদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ চ্যাপ্টার এর জয়েন্ট সেক্রেটারি হাজী মোহাম্মদ ইব্রাহিম ও ফেরদৌস আলমগীর খান।


দ্বিপাক্ষিক আলোচনাকালে ডেপুটি চিফ অব মিশন Ms. Lalita Silwal নবনিযুক্ত রিপাবলিক অব লাইবেরিয়ার কনসাল হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সোহাগ মহাজনকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।


বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে যুব উন্নয়ন, যুব বিনিময় কর্মসূচি, সামাজিক কল্যাণমূলক কার্যক্রম, শিক্ষা সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।


এছাড়াও ভবিষ্যতে বাংলাদেশ ও নেপালের মধ্যে যৌথভাবে কাজ করার সম্ভাবনাময় খাত হিসেবে যুব নেতৃত্ব বিকাশ, শিক্ষা ও স্কলারশিপ বিনিময়, টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, পর্যটন উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং দ্বিপাক্ষিক প্রতিনিধি দল বিনিময় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎ উভয় দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতাকে আরও গভীর করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন । আলোচনা শেষে নেপাল দূতাবাস প্রাঙ্গণে এক স্মরণীয় ফটো সেশনের মাধ্যমে বৈঠকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।