ছবিঃ বিপ্লবী বার্তা
ষষ্ঠ দিনেও জিয়া উদ্যানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেই বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর।
সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে চলে কুরআন খতমের কর্যক্রম। দুহাত তুলে মোনাজাতে অংশ নেন আগতরা। জানাজায় উপস্থিত থাকতে না পারার আক্ষেপ মেটাতে অনেকেই এসেছেন কবর জিয়ারতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাতে।
এদিন শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এবং ঢাকা–১৩ আসনের মনোনীত প্রার্থী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।
নেতারা জানান, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বিএনপি। নির্বাচন প্রসঙ্গে তারা বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না।
নির্বাচনকে ঘিরে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে, তবে জনগণ সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে এসব অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তারা।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মানুষের মন জয় করেছেন বেগম জিয়া। তার পথ অনুসরণ করা গণতন্ত্র পথ অনুসরণ করা। দেশ রক্ষা করতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, কিন্তু আমরা শান্তি চাই।
দুদু বলেন, বিএনপির নেতৃত্বের ভূমিকায় আসবেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া তাকে যোগ্য করে গড়ে তুলেছেন। ধানের শীষের কোনো বিকল্প নেই। মানুষ মুখিয়ে রয়েছে ধানের শীষে ভোট দিতে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন মহীয়সী নারী। তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন গণতন্ত্রের জন্য। অনেকেই আপস করলেও বেগম জিয়া জীবন দিয়ে প্রমাণ করেছেন দেশের স্বার্থ সবার আগে।

