নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টার সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এই নির্দেশনা দেন।


প্রধান উপদেষ্টা বলেন, 'নির্বাচনকে কেন্দ্র করে দেশের তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনসহ সব ধরনের সাইবার অপরাধ কঠোরভাবে মোকাবিলা করতে হবে।' তিনি আরও বলেন, 'সরকার নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ায় এসব সেবার নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।'


সভায় নাগরিক সেবার খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে সাইবার সুরক্ষা জোরদারের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে সাইবার নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ এবং সংশ্লিষ্ট জনবলকে আরও দক্ষ করে তোলার আহ্বান জানান তিনি।


প্রতিষ্ঠান ও জনবলকে একটি রেটিং ব্যবস্থার আওতায় এনে সাইবার সুরক্ষার কার্যকারিতা মূল্যায়নের কথাও বলেন ড. ইউনূস। পাশাপাশি ফিনান্সিয়াল সেক্টরে সাইবার অপরাধে কেউ যেন পার না পায় সে বিষয়ে বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।


সভায় জানানো হয়, ইতোমধ্যে ৩৫টি প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গুজব ও সাইবার অপরাধ প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসি’র সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।


সভায় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আইজিপি বাহারুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।