নেত্রকোণায় পা–মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
ছবিঃ বিপ্লবী বার্তা

নেত্রকোণার সদর উপজেলায় কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের নারিয়াপাড়া গ্রাম থেকে হেলাল উদ্দিন তালুকদার (৬০) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) সকালে নিজ শয়ন কক্ষ থেকে পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।


খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায়।


নিহত হেলাল উদ্দিন তালুকদার নারিয়াপাড়া গ্রামের মৃত আশ্রব আলী তালুকদারের ছেলে। তিনি কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন এবং জেলা যুবদলের সাবেক নেতা শাহাবউদ্দিন রিপনের চাচাতো ভাই। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।


ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যসহ বাইরের কেউ এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বেদানা আক্তারকে থানায় আনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।