ঢাকা-১৭ আসনের ভোটার হচ্ছেন তারেক রহমান
ছবিঃ সংগৃহীত

ঢাকা–১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান এলাকার এই ওয়ার্ডে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন তিনি।


শনিবার, ২৭ ডিসেম্বর সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ দেওয়ার মাধ্যমে ভোটার হওয়ার বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারেক রহমান।


দীর্ঘদিন ধরে তার ভোটার হওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। বগুড়া তারেক রহমানের জন্মস্থান হলেও শেষ পর্যন্ত তিনি তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-এর ঠিকানায় ভোটার হওয়ার আবেদন করেন।


বিএনপি ও নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব তথ্য দিয়ে অনলাইনে ফরম পূরণের কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। শুক্রবার এ প্রক্রিয়া শেষ হয়।